হদিস নেই মালিকের, গাড়ি নিয়ে জনমনে প্রশ্ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হদিস নেই মালিকের, গাড়ি নিয়ে জনমনে প্রশ্ন। ছবি: বার্তা২৪.কম

হদিস নেই মালিকের, গাড়ি নিয়ে জনমনে প্রশ্ন। ছবি: বার্তা২৪.কম

ধুলা-বালি পড়ে দিন দিন বদলে যাচ্ছে গাড়ির রঙ। কিন্তু গাড়িটি কার? কে এই গাড়ির মালিক? কেন এখানে পড়ে আছে? এ রকম নানা প্রশ্ন দেখা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে রাস্তায় ৫ দিন ধরে পড়ে থাকা একটি ট্যাক্সি গাড়ি (ঢাকা মেট্রো-গ ১১-৮১৩৬) নিয়ে।

পরিত্যক্ত এই গাড়িই এখন হয়ে উঠেছে স্থানীয় চায়ের দোকানে বসে থাকা মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের উপজেলা পরিষদ চত্বর এলাকার খামার ব্যবস্থাপকের কার্যালয়ের গেটের পাশে গত শনিবার ভোর থেকেই গাড়িটি দেখতে পান তারা। এরপর থেকেই এভাবে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে গাড়িটি।

কখন কে বা কারা এই ট্যাক্সিটি ফেলে রাখে তা কেউ জানে না। পরদিন স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করলেও এখনো গাড়িটির মালিককে খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আমি ট্যাক্সিটির খবর পাওয়া মাত্রই তা সিজার লিস্ট করিয়েছি। গাড়িটি থানা হেফাজতে আনার ব্যবস্থা করা হচ্ছে।’