আগুন, গরু বাঁচাতে গিয়ে মারা গেলেন গৃহকর্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে সালেহা খাতুন (৬৫) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩টি গরুও পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়ার মৃত গায়েজ উদ্দীনের ছেলে আনছের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ বলেন, ‘রাতে গোয়ালঘরে মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশে থাকা বসতঘর, রান্নাঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে খুবই কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে গোয়ালঘরের গরুকে বাঁচাতে গিয়ে বাড়ির গৃহকর্ত্রী সালেহা খাতুন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সালেহা খাতুন আনছের আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা তুলে দেন।