কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বাজার থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদর উপজেলায় কাপড় ব্যবসায়ী ওমর শেখকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওমর শেখ সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত আফসার শেখের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বার্তা২৪.কমকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী ওমর শেখ ভাদালিয়া বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে যখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উৎঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মজিদ নামে একজনকে আটক করা হয়েছে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাতপাতাল মর্গে রাখা হয়েছে।