স্কুলছাত্রীকে অপহরণ: যুবকের ১৪ বছরের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় রাকিবুল সরদার ওরফে রাকিব নামে এক আসামির বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
আসামি রাকিব দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদার পাড়ার বাসিন্দা খালেক সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, আসামি রাকিব তার গ্রামের মজনুর রহমানের স্কুল পড়ুয়া বোন পিংকিকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায়ই প্রেম নিবেদন করত। তবে রাজি না হলে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাকিব ও তার সহযোগীরা পিংকিকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় পিংকির ভাই মজনুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এর কিছুদিন পরে পিংকিকে উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।