উপজেলা নির্বাচন

কুষ্টিয়ায় নৌকার জয়জয়কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনে জয়ী হয়েছেন যারা, ছবি: বার্তা২৪

নির্বাচনে জয়ী হয়েছেন যারা, ছবি: বার্তা২৪

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুষ্টিয়ার ৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এখানে শুধু পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে কুষ্টিয়ায় নৌকার জয়জয়কার। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে দুপুরের দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান জন ভোট বর্জন করেন।

বিজ্ঞাপন

জেলার ৬টি উপজেলায় ৫টি পৌরসভা ও ৬৬টি ইউনিয়নে ৫শ ৭২টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৮৮৮ জন ।

রাতে জেলা রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দৌলতপুর উপজেলা-

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড.এজাজ আহমেদ(মামুন) নৌকা প্রতীক ৭৯ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ চৌধুরী আনারস প্রতিকে ভোট পেয়েছেন ৪৭ হাজার ৭৭১।

ভেড়ামারা উপজেলা-

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আক্তারুজ্জামান মিঠু নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আলীম স্বপন মশাল, ৩৫ হাজার ৫৯ ভোট পেয়েছেন।

মিরপুর উপজেলা-

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামারুল আরেফিন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে, স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৯৬৪ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে কাশেম আলী জোয়ার্দ্দার তালা প্রতীক পেয়ে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাতারু মর্জিনা খাতুন হাঁস প্রতীকে বিজয়ী হয়েছেন।

সদর উপজেলা-

চেয়ারম্যান পদে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদ বাদে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আবু তৈয়ব বাদশা নির্বাচিত হয়েছেন। এবং মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ফুটবল প্রতীকের শাহানাজ পারভিন রেখা।

কুমারখালী উপজেলা-

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান খান নৌকা প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০ হাজার ৪৪১।

খোকসা উপজেলা-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ সদর উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আল-মাসুম মোর্শেদ এর আনারস প্রতীক পেয়েছে ২৮৭১৬ ভোট।

এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহান জানান, কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।