দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নিয়ে আসা হলেও কাপাতুল্লাহ'র মৃত্যু হয়, ছবি: বার্তা২৪

হাসপাতালে নিয়ে আসা হলেও কাপাতুল্লাহ'র মৃত্যু হয়, ছবি: বার্তা২৪

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে স্বামী কাপাতুল্লাহ (৫২) ও তার স্ত্রী আজিরন খাতুনের (৪২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে বসতবাড়ির মাটির একটি ঘরের দেয়াল ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর গ্রামের কাপাতুল্লাহ ও তার স্ত্রী আজিরন খাতুন মিলে তাদের পরিত্যক্ত একটি মাটির ঘর সকাল থেকে ভাঙার কাজ করছিলেন। দুপুরের দিকে ভাঙার কাজের শেষ মুহূর্তে একটি দেয়াল ভেঙে তাদের উপর পড়ে। দেয়ালের নীচে চাপা পড়ে দুইজনই গুরুতর আহত হন।

প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তবে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামাল বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও তাদের বাঁচাতে পারলাম না।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খাঁন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হাসপাতালে মরদেহ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলাপ করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আজিজুর রহমান ডিগ্রি শিক্ষার্থী ও মেয়ে শান্ত্বনা খাতুন বিবাহিত।