উকিল মুন্সি স্মরণে নেত্রকোনায় বাউল উৎসব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নেত্রকোনায় বাউল উৎসবের উদ্বোধন করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান/ ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় বাউল উৎসবের উদ্বোধন করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান/ ছবি: বার্তা২৪.কম

মরমী বাউল সাধক উকিল মুন্সি স্মরণে নেত্রকোনায় দিনব্যাপী বাউল উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে এ জেলার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় আয়োজিত প্রতিষ্ঠানটির মাঠে উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, প্রধান আলোচক ছিলেন অধ্যাপক যতীন সরকার এবং স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

উদ্বোধনী আলোচনা শেষে উৎসবে স্থানীয় বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন এবং রাতে দেশবরেণ্য শিল্পী মমতাজ বেগম ও সুফি মণ্ডল গান পরিবেশন করবেন।