মেননের বিরুদ্ধে খুলনায় হেফাজতের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জাতীয় সংসদ সদস্য পদ থেকে রাশেদ খান মেননকে বহিষ্কার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে খুলনা জেলা হেফাজতে ইসলাম। এই দাবিতে সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

এ সময় নেতারা বলেন, রাশেদ খান মেনন গত ৩ মার্চ জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের ইসলামি শিক্ষাধারা ও উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। গত টার্মের মন্ত্রিত্ব হারিয়ে ওলামায়ে কেরামের সাথে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফাটল ধরাতে চান, সরকারকে বেকায়দায় ফেলতে চান।

বিজ্ঞাপন

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা দেন মাওলানা নাসিরউদ্দিন কাসেমী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা আসাদুল্লাহ, মুফতী গোলামুর রহমান, মাওলানা মুশররফ হুসাইন, মাওলানা আব্দুল্লাহিল কাফী, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মুফতী আব্দুল্লাহ ইয়াহিইয়াহ ও হাফেজ আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।