ডিম দিয়েছে বাটাগুর বাসকা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিম দিয়েছে বাটাগুর বাসকা। ছবি: বার্তা২৪.কম

ডিম দিয়েছে বাটাগুর বাসকা। ছবি: বার্তা২৪.কম

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বিলুপ্ত প্রজাতির একটি বাটাগুর বাসকা (কচ্ছপ) ৩২টি ডিম দিয়েছে।

সোমবার (১১ মার্চ) ভোরে কচ্ছপ প্রজনন কেন্দ্রে ৩২টি ডিম দেয় ওই বাটাগুর বাসকা। বিলুপ্ত বাটাগুর বাসকা যাতে প্রকৃতিতে বংশ বৃদ্ধি করতে পারে সে লক্ষ্যে ২০১৪ সালে করমজলে এ কচ্ছপ প্রকল্প গড়ে তোলে অস্ট্রিয়ার ভিয়েনা জু, আমেরিকার টাটেল ভাইভায়াবাল অ্যালাইনস ও বাংলাদেশের বনবিভাগ।

বিজ্ঞাপন

বর্তমানে ওই কচ্ছপ প্রজনন কেন্দ্রটিতে ১৮৩টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে মাত্র ৮টি কচ্ছপ দিয়ে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা কচ্ছপগুলো করমজল প্রজনন কেন্দ্রে আনা হয়।

করমজলের কচ্ছপ প্রজনন প্রকল্পের ম্যানেজার মো. আ. রব জানান, পৃথিবী থেকে বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এক সময় ভারত, বার্মা ও বাংলাদেশে প্রচুর পাওয়া যেত। এখন তা আর নেই।

বিজ্ঞাপন