সমাজকল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে ইসির মামলা

  • নিয়াজ আহমেদ সিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

সমাজকল্যাণমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজান

সমাজকল্যাণমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজান

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের (৩৪) বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৮ মার্চ) দিনগত মধ্যরাতে লালমনিরহাটের আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম।

বিজ্ঞাপন

এপিএস মিজানুর রহমান মিজান আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট ২ (আদিতামারী কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সরকারি সুযোগ সুবিধা নিয়ে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করা উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের সামিল। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) হয়ে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রফিকুল আলমের নৌকা প্রতীকে ভোট চান। এছাড়াও নৌকার পক্ষে সমর্থন দিতে সাধারণ ভোটার থেকে নেতাকর্মীদের নানান ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন দাবি করে গত ৬ মার্চ এপিএস মিজানুরের বিরুদ্ধে সিইসি বরাবরে লিখিত অভিযোগ করে এ উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল)।

অভিযোগটি আমলে নিয়ে ৮ মার্চ জরুরি বৈঠকে বসে প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সেই সাথে সমাজকল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়।

নির্দেশনামূলক চিঠি পাওয়ার পর আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম বাদি হয়ে আদিতমারী থানায় মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত মিজানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানা যায়।