বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী (রহ:) মাজার মোড়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাককে ঝিনাইদহ থেকে আসা বাসটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বাকি আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানায়, বাগেরহাটের ষাট গম্বুজ ও খানজাহান আলী (রহ:) মাজার ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা গড়াই পরিবহণের এক বাস শুক্রবার ভোর ৫ টার দিকে মাজারের মোড়ে পৌঁছালে সেখানকার রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গরীব উল্লাহ (৪০) নামের এক বাসের যাত্রী। পরে সেখান থেকে আহত অবস্থায় খুলনায় নেয়ার পথে মারা যান অপরযাত্রী মো: কিবরিয়া (২২)। হতাহতদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তৃবেনী এলাকায়।