একই সঙ্গে ৩ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

একই সঙ্গে ৩ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা। ছবি: বার্তা২৪.কম

একই সঙ্গে ৩ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা। ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের আল নাহিয়ান শিশু পরিবারের ৩ ছাত্রী একই সঙ্গে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে তারা হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

বিজ্ঞাপন

ওই ৩ ছাত্রী হলেন- আল নাহিয়ান শিশু পরিবারের মাধবী হাউসের শাহজাহান আলীর মেয়ে শারমিন আক্তার (১৫), একই হাউসের নজরুল ইসলামের মেয়ে নাজমিন নাহার (১৫) ও ইব্রাহীমের মেয়ে জুলেখা খাতুন (১৪)। তারা সবাই লালমনিরহাট শহরের কবি শেখ ফজলুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসপাতাল ও প্রতিষ্ঠানটির দায়িত্বরতরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত শেখ জায়েদ বিন সুলতান ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক আল নাহিয়ান শিশু পরিবারটি পরিচালিত হয়। এখানে ১১১ জন শিশু আশ্রিত রয়েছে। আজ দুপুরে নিজেদের কক্ষে ওই ৩ শিশু হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে দায়িত্বরতরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তবে তিনজনের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আল নাহিয়ান শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক এটিএম রশিদ উদ্দিন জানান, শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, শিশুদের আত্মহত্যার চেষ্টার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।