‘শিক্ষা ছাড়া আগামী প্রজন্মকে মাদক থেকে রক্ষা অসম্ভব’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ / ছবি: বার্তা২৪

শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ / ছবি: বার্তা২৪

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বর্তমানে যুব সমাজের একটি অংশ মাদকে ডুবে আছে। তাই শিক্ষা ছাড়া আগামী প্রজন্মকে মাদক থেকে রক্ষা করা যাবে না। স্কুল কলেজের শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিকতা ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষা দিতে হবে।’

শনিবার (২ মার্চ) দুপুরে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে পিইসিই ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘দেশ থেকে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই ঘোষণা বাস্তবায়নে কাজ করছে দেশের আইনশৃংখলা বাহিনী।’

তিনি আরও বলেন, ‘সোনার বাংলার সোনার ছেলেদের হাতে যারা মাদক তুলে দেয় তারা দেশের শত্রু। হোক না তারা যতই ক্ষমতাধর, হোক না তারা আওয়ামী লীগ বা যে কোনো দলের। তাদেরকে ছাড় দেওয়া হবে না। যে সকল ক্ষমতাধর ব্যক্তিরা দেশের শান্তি বিঘ্নিত করতে চায় প্রধানমন্ত্রী তাদের চিহ্নিত করেছেন। এখন শুধু ধরে এনে শাস্তি দেওয়ার পালা।’

বিদ্যালয়ের সভাপতি ও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিদ্যালয়ের উপদেষ্টা ও রংপুরের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সমাজ সেবক কবি ফেরদৌসী বেগম বিউটি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রূমি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী সরকার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।