ড্রেজার ডুবিতে মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ব্যাহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পশুর নদীর উপকূলে মংলা সমুদ্র বন্দর/ ছবি: বার্তা২৪.কম

পশুর নদীর উপকূলে মংলা সমুদ্র বন্দর/ ছবি: বার্তা২৪.কম

কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের মংলা বন্দর সংশ্লিষ্ট পশুর নদীতে একটি ড্রেজার ডুবে গেছে। ড্রেজারটি এখনো উদ্ধার না হওয়ায় মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ব্যাহত হচ্ছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পশুর নদীর বিদ্যারবাহন খেয়া ঘাট সংলগ্ন এলাকায় বাদল আনলোডিং নামক দেশীয় এ ড্রেজারটি প্রচণ্ড ঝড়ে কাত হয়ে গেলে ভেতরে পানি ঢুকে ডুবে যায়।

বিজ্ঞাপন

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ড্রেজার মালিক মো: মাসুম। ড্রেজার ডুবিতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মাসুম। এদিকে ভোরে ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধারে এখনোও পর্যন্ত কোনো ধরণের তৎপরতা শুরু করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বর বিশ্বজিৎ রায়।

ড্রেজারটি পশুর নদীর কূলের দিকে ডুবে যাওয়ায় মূল চ্যানেল দিয়ে নৌ চলাচল ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা।

বিজ্ঞাপন

এদিকে দুইদিন ধরে টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কাচা ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সকল বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।