আকস্মিক ঝড়ে শুঁটকি পল্লিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া আরেকটি ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঝড়ে সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে এ লঞ্চ ডুবির ঘটনা ঘটে।
এদিকে ঝড়ে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের শুঁটকি পল্লিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট অফিসরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল হক বলেন, 'ঝড়ে চরের শুঁটকি তৈরির সরঞ্জামাদি, শুঁটকি মাছ ও জেলে-মহাজনদের থাকার ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।'
দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার চরের শুধু আলোরকোল, শ্যালা, মাঝেরকিল্লা ও নারিকেলবাড়িয়ায় প্রায় সাড়ে আটশ জেলে-মহাজন রয়েছে।
সোমবারের আকস্মিক ঝড়ে জেলে-মহাজনদের শুটকির চালনিসহ প্রচুর পরিমাণ শুঁটকি মাছ বাতাসে উড়ে গেছে। ভেঙেচুরে গেছে তাদের থাকার ঘরও। এছাড়া বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ শুঁটকি মাছ।
তিনি আরও বলেন, 'ঝড়ের কবলে পড়ে সাগরে পাঁচজন জেলেসহ একটি ট্রলার ডুবে যাওয়ার পর ট্রলারের ওই জেলেদের উদ্ধার করা গেলেও অপর ৫ জেলেসহ আরেকটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে।'