ট্রলার ডুবে একই পরিবারের ৪ জেলে নিখোঁজ
আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পায়রা নদীর মোহনায় ১৫টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ২৬ জেলেকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে চার জেলে।
প্রত্যক্ষ্যদর্শী জেলেরা জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে হঠাৎ ঝড় শুরু হয় সাগরে। এ সময় ছোট বড় ১৫টি ট্রলার উল্টে ডুবে যায়। পরে তারা ২৬ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ হয় তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার একই পরিবারের চারজন জেলে।
নিখোঁজ জেলেরা হলেন- ছালাম মাঝি (৫৫), তার দুই ছেলে জয়নাল(২২) ও আয়নাল(১৯) এবং তার মেয়ের স্বামী সোলায়মান (২৮)।
এ বিষয়ে কোস্টগার্ড ভোলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নুর জামাল মুঠোফোনে বার্তা২৪.কমকে বলেন, ‘নিখোঁজের বিষয়টি তিনি জেলেদের মাধ্যমে শোনার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।’