স্বর্ণের বারসহ যাত্রী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে স্বর্ণ পাচারের সময় আটক ব্যক্তি, ছবি: বার্তা২৪

ভারতে স্বর্ণ পাচারের সময় আটক ব্যক্তি, ছবি: বার্তা২৪

ভারতে স্বর্নের বার পাচার করতে গিয়ে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সুনিল বিশ্বাস (৫৮) নামে এক যাত্রীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক যাত্রী সুনিল বিশ্বাস ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে। তার পাসপোর্ট নং বিটি- ০৫৪৬৮২৯।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্ণের চালান ভারতে যাচ্ছে। এমন একটি গোপন খবরে বিজিবিকে সাথে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পাসপোর্টধারী যাত্রী সুনিল বিশ্বাসকে আটক করে তার ট্রাভেল ব্যাগ তল্লাশি চালিয়ে ২৮ভরি ১৫ আনা ওজনের স্বর্নের বার উদ্ধার করে। পরে অবৈধভাবে স্বর্ণ পাচারের দায়ে যাত্রী সুনিল বিশ্বাসকে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় যাত্রী সুনিলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা।