পুলিশের ধাওয়ায় নদীতে পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেঘনা উপজেলা / ছবি: বার্তা২৪

মেঘনা উপজেলা / ছবি: বার্তা২৪

কুমিল্লার মেঘনায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওমড়াকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়। রাশেদুল উপজেলার বড়কান্দা জলারপাড় এলাকার আবদুর রহিমের ছেলে।

বিজ্ঞাপন

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বার্তা২৪.কমকে জানান, মেঘনা উপজেলার ওমড়াকান্দি এলাকায় একদল মাদক ব্যবসায়ী একটি মাইক্রোযোগে মাদক পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করলেও ওমড়াকান্দি ব্রিজ থেকে রাশেদুল নদীতে লাফ দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মাদক ব্যবসায়ী রাশেদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা জানান।