নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাওলানা শহীদ মিয়া নামে এক কৃষককে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্তরা হচ্ছেন, জেলার দুর্গাপুর উপজেলার চারিকাত গ্রামের আবাল হোসেনের ছেলে সোবান, মতি মিয়া (পলাতক) এবং তেলাছি গ্রামের হাসান আলীর ছেলে আজিজুল হক ও সিরাজুল হক।

মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাওলানা শহীদ মিয়ার সাথে সাজাপ্রাপ্তদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৬ সালের ৩ আগস্ট উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের সাকাইয়া এলাকায় সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে আসামিরা শহীদ মিয়াকে কুপিয়ে হত্যা করে।

পরে রাহাত আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ ২০০৬ সালের ২৪ নভেম্বর তদন্ত পূর্বক চার্জশিট প্রদান করলে আদালত আজ এই রায় দেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট মাসুদুর রহমান (পিপি) এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট পীযুষ কুমার সাহা।