বার্তা২৪.কমে সংবাদ প্রকাশ: ভাতা কার্ড পেলেন বৃদ্ধা

  • তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধাঃ
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁ থেকে বার্তা২৪.কমের প্রতিবেদক তোফায়েল জাকির, সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র ও ইউএনও রহিমা খাতুন, ছবি: বার্তা২৪

বাঁ থেকে বার্তা২৪.কমের প্রতিবেদক তোফায়েল জাকির, সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র ও ইউএনও রহিমা খাতুন, ছবি: বার্তা২৪

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতা কার্ড পেলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী কান্দুরা বেওয়া (৭১)।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন ও সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের নজরে সংবাদটি আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে বৃদ্ধা কান্দুরা বেওয়ার বয়স্ক ভাতা কার্ড করে দেন তাঁরা।

বিজ্ঞাপন

সোমবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কান্দুরা বেওয়াকে ভাতা কার্ড তুলে দেন ইউএনও রহিমা খাতুন।। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, সুপারভাইজার ইব্রাহিম মিয়া ও  প্রকাশিত সংবাদের প্রতিবেদক তোফায়েল হোসেন জাকিরসহ প্রমূখ।

কান্দুরা বেওয়া ভাতা কার্ড পেয়ে তার মুখে হাসি ও আনন্দের বন্যা দেখা গেছে। ইতিপুর্বে কান্দুরা বেওয়া ভিক্ষা করে জীবিকা চালাতেন। অদ্য হতে আর ভিক্ষাবৃত্তি করবে না বলে জানান কান্দুরা বেওয়া।

আরও পড়ুন: থামছে না খুকিমাই বেওয়ার বোবা কান্না!