সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা গুলি।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাতে পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালীবগি সংলগ্ন সোনাইমুখী খাল এলাকায় বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় কোস্ট গার্ড। গুলিবিনিময়ের এক পর্যায়ে দুস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ, ৪টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত ডাকাতের লাশ ও অস্ত্র-গুলি খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।