গাইবান্ধায় আম গাছে প্রত্যাশিত মুকুল এসেছে

  • তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় আম গাছে প্রত্যাশিত মুকুল এসেছে। ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় আম গাছে প্রত্যাশিত মুকুল এসেছে। ছবি: বার্তা২৪.কম

শীতের হিমেল হাওয়ার পড়শ শেষে এখন চলছে বসন্ত কাল। বসন্তের শুরুতেই আমগাছে মুকুল আসতে শুরু করেছে। আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি গন্ধ। এ বছর গাইবান্ধায় সিংহভাগ আম গাছে প্রত্যাশিত মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে চাষিরা।

গাইবান্ধায় জমির আইল, বসতভিটায়, বিভিন্ন অফিস-আদালত চত্বরে, সরকারি বেসরকারি পরিত্যক্ত ভূমি ছাড়াও বাণিজ্যিক ভাবে ছোট বড় অসংখ্য আম বাগান রয়েছে। এসব বাগানের সিংহভাগ আম গাছে এবার প্রত্যাশিত মুকুল এসেছে। এতে ব্যাপক খুশি চাষিরা। আমের মুকুলে যেন দোল খাচ্ছে চাষির স্বপ্ন।

বিজ্ঞাপন

আম চাষি জহির উদ্দিন ও মোসলেম উদ্দিনসহ আরও অনেকে জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

গাইবান্ধা জেলার কৃষিবিদরা জানান, জেলায় বিরাজমান আবহাওয়া ও মাটি আম চাষের জন্য বিশেষ উপযোগী। ভালো ফলন পেতে কৃষি বিভাগ চাষিদের সার্বক্ষণিক সহযোগিতা করছে।