ল্যাপটপ-সেলাই মেশিন পেল বেদেরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেদে-হরিজনদের মাঝে ল্যাপটপ বিতরণ। ছবি: বার্তা২৪.কম

বেদে-হরিজনদের মাঝে ল্যাপটপ বিতরণ। ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র, ল্যাপটপ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা সমাজসেবা ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- সমাজসেবা অধিদপ্তরের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও নেত্রকোনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের ৫ জনকে ল্যাপটপ, ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৩৩ জন অসহায়ের মাঝে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।