সুন্দরবন দিবস পালিত
বিশ্বভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন স্লোগানে সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোলে পালিত হয়েছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের মংলার জয়মনি মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রাটি জয়মনি বাজার এলাকা প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয়টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শাহিন কবির। সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে জয়মনি সুন্দরবন শিক্ষা কেন্দ্র। অনুষ্ঠানে বন নির্ভরশীল পেশাজীবী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
২০০২ সাল থেকে সুন্দরবন সন্নিহিত জেলা, উপজেলাগুলোতে সুন্দরবন দিবস পালন করেছে আসছে বনবিভাগ, টাইগার টিম, ওয়াইল্ড টিম ও রুপান্তর'র সুন্দরবন একাডেমিসহ বিভিন্ন সংগঠন।