খানজাহান আলী বিমানবন্দর অত্যন্ত লাভজনক হবে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, খানজাহান আলী বিমানবন্দর নিয়ে প্রধানমন্ত্রীর খুব আগ্রহ। তিনি নিয়মিত এটার খোঁজখবর নেন। এ বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক হবে, কারণ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েই যাচ্ছে, পাশে মোংলা বন্দর ও খুলনা রয়েছে। এখানে বিমানবন্দর হওয়া যৌক্তিক বলেই এটার অনুমোদন হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রী জানান, বিমানবন্দর নির্মাণে ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ হয়ে গেছে। চারিদিকের নিরাপত্তা বেষ্টনী নির্মাণের কাজ শুরু হয়েছে। এখন মূল কাজ হবে রানওয়ে নির্মাণ করা, সেটা অত্যন্ত কঠিন; কিন্তু আমরা পারি এবং করছিও।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/13/1550065222395.jpg

বিজ্ঞাপন

তাঁর এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ও মোংলা-রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম প্রমুখ।