কুষ্টিয়ায় ফার্মেসি ও বেকারিতে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযান চালানো হয়েছে। বুধবারের (১৩ ফেব্রুয়ারি) এই অভিযানে দুই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ও বিত্তিপাড়া বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি জানান, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকার কারণে সদর উপজেলার ঝাউদিয়া বাজারের ‘আল আমীন বেকারি’র মালিক সাইদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয় করার অপরাধে বিত্তিপাড়া বাজারে ‘সৌরভ ড্রাগ হাউজ’র মালিক আনন্দ পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লষ্করের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন