সরে যাচ্ছেন মোড়েলগঞ্জ-শরণখোলা মহাসড়কের দখলদাররা
বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে জেলা সড়ক ও জনপদ বিভাগের দেওয়া একের পর এক নোটিশের মুখে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন তারা।
সর্বশেষ সোমবারের (১১ ফেব্রুয়ারি) মধ্যে সকল স্থাপনা সরানোর নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুর থেকে শতাধিক ঘর ও দোকানপাট ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছেন সরকারি জায়গায় অবৈধ দখলে থাকা দরিদ্র মানুষগুলো।
রাস্তার পাশের সরকারি জায়গায় দীর্ঘদিন ধনরে তিল তিল করে এসব ঘর-বাড়ি, দোকানপাট গড়ে তুলেছিলেন তারা। অন্যত্র সরে যাওয়ার সময় আবেগে আপ্লুত তারা, অনেকে কান্নায় ভেঙেও পড়েন।
তাদের সান্তনা জানাতে ছুটে যান মোড়েলগঞ্জের পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার ও সদর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। এ সময় তারা বলেন, উচ্ছেদ হওয়া এসব মানুষ যেন ক্ষতিপূরণ পায়, তাদের যেন দ্রুত পুনর্বাসন করা হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট বিভাগসহ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।