কৃষি জমির মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
অনুমোদন না থাকা ও কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোড়াগাছা এলাকার ‘এমএ ব্রিকস’ নামের ইটভাটায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফ্ফারা তাসনীন।
এসময় তিনি বলেন, অনুমোদন না থাকায় এবং কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে ওই ইটভাটাটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। কৃষকদের অভাবের সুযোগ নিয়ে এসব মাটি কিনে নিয়ে ইট তৈরির কাজে লাগাচ্ছে ইট ভাটা মালিকরা। এতে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। ফলে ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। ইটভাটাগুলোতে ইট প্রস্তুত করতে এঁটেল ও দোআঁশ মাটি ব্যবহার করা হয়। জমির উপরিভাগের মাটি কাটার ফলে নিচু জমিতে বর্ষা মৌসুমে ধান কিংবা অন্য ফসল চাষাবাদ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে কৃষকদের।