মাদকসহ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

আটকের প্রতীকী ছবি

আটকের প্রতীকী ছবি

লালমনিরহাটে ইয়াবার বিকল্প টাপেন্টার ৪২০পিস ট্যাবলেটসহ লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফুজ্জামান মন্ডলকে(৪০) আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট পৌরশহরের থানা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মৃত মুর্ত্তুজা মন্ডলের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

লালমনিরহাট সদর থানার উপ-সহকারী (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে আশরাফুজ্জামান মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবার বিকল্প নেশা জাতীয় ৪২০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, তার কমিটির সহ সভাপতি নেশাজাতীয় ট্যাবলেটসহ আটকের বিষয়টি লোক মুখে শুনেছেন। তবে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর জায়গা আওয়ামী লীগে নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, আটক আশরাফুজ্জামান মন্ডলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।