বঙ্গবন্ধু চর থেকে কোটি টাকার মালামাল জব্দ

  • ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মধ্যরাতে বঙ্গোপসাগার অভিযান/ছবি:বার্তা২৪

মধ্যরাতে বঙ্গোপসাগার অভিযান/ছবি:বার্তা২৪

সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের ট্রলার, নৌকা ও ফাইস্যা মাছের পোনা।

কোস্টগার্ড পশ্চিম জোন'র (মোংলা) অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের সরোয়ার ল্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি ট্রলার ও দুইটি নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ লাখ পিচ ফাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ১০ জেলেকে সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মংলা) নীল কমল ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চাদপাই স্টেশন অফিসার কামরুল ইসলাম

বিজ্ঞাপন