ছাত্রীর সঙ্গে আপত্তিকর ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আপত্তিকর ঘটনায় প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে আটক করে স্থানীয়রা / ছবি: বার্তা২৪

আপত্তিকর ঘটনায় প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে আটক করে স্থানীয়রা / ছবি: বার্তা২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীর সঙ্গে আপত্তিকর ঘটনায় প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে শনিবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে অফিস কক্ষের দরজা বন্ধ করে দেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে শহীদুল ইসলামকে আটক করে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ওই ছাত্রীকে থানায় নিয়ে আসে। এ সময় থানায় অবস্থানরত লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাকি করতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/03/1549199395716.jpg

এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গবিন্দগঞ্জ এলাকায় সড়ক আরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, ‘রোববার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে (ছাত্রী) তার পিতা-মাতার হেফাজতে দেয়া হয়েছে।’