আত্মগোপনে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসী নয়ন গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

বাগেরহাট ম্যাপ, ছবি: সংগৃহীত

বাগেরহাট ম্যাপ, ছবি: সংগৃহীত

বাগেরহাটে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নয়ন নকিবকে (৩২) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নয়ন নকিব শহরের দশানী এলাকার আফতাব নকিবের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দশানী এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নয়ন নকিবকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করে আসছিল বলেও পুলিশের কাছে অভিযোগ আসে। তার বিরুদ্ধে মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ মোট চারটি মামলা রয়েছে। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।