প্রধানমন্ত্রীকে ১০০ কেজি ওজনের ছাগল দিতে চান লতিফুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ছাগলটি উপহার দিতে চান লতিফুন নেছা, ছবি:বার্তা২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ছাগলটি উপহার দিতে চান লতিফুন নেছা, ছবি:বার্তা২৪

প্রিয় মানুষ মানেই সবার থেকে আলাদা। তার জন্য আলাদা করে বাড়তি কিছু করার নাম ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হয় বিভিন্ন উপহার দেয়ার মাধ্যমে। আবার অনেক সময় ত্যাগ শিকারের মাধ্যমে। দামি জিনিসটিও প্রিয় মানুষকে উপহার দিতে অনেককেই কুণ্ঠাবোধ করেন না। 

তেমনি এক ভালোবাসার নজির দেখাতে চান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের লতিফুন নেছা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নিজের পালিত ১০০ কেজি ওজনের ছাগল উপহার দিতে চেয়েছেন এই নারী। 

২০১৬ সাল থেকে একটি ছাগলের বাচ্চা পালন করে যাচ্ছেন তিনি। শুধুমাত্র প্রিয়নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার উদ্দেশে। তিন বছর পর এখন ছাগলটির ওজন প্রায় শতকেজি। শতকেজি এই ছাগলটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

বিজ্ঞাপন

মৃত সামছুদ্দিন মন্ডলের স্ত্রী লতিফুন নেছার ৫ ছেলে ও ৬ মেয়ে নিয়ে অভাবের সংসার। এরপরও নানা প্রতিকূলতা সত্ত্বেও ছাগলটি বিক্রয় করেননি।

প্রায় ৮০ বছরের এই বৃদ্ধা জানান, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অন্ধ ভক্ত তিনি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছাগলটি গ্রহণ করেন তাহলে তার জীবনের শেষ স্বপ্ন ও ইচ্ছা পূরণ হবে।' 

প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি তিনি শুনেছেন। তিনি আশা প্রকাশ করেন বৃদ্ধা লতিফুন নেছার ইচ্ছা পূরণ হবে।