দু'টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

মেহেরপুরের গাংনীতে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কমল হোসেন (৩৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলের অন্য তিন আরোহী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কমল হোসেন বামুন্দি নিশিপুরের সামসুল আলমের ছেলে ও বামন্দী বাজারের সিঙ্গার শো-রুমের মালিক।

বিজ্ঞাপন

আহতরা হচ্ছেন- নিহত কমলের মোটর সাইকেল আরোহী পলাশ হোসেন (৪৫), অপর মোটর সাইকেল চালক পশ্চিম মালসাদহ গ্রামের তুহিন হোসেন (২০) ও আরোহী নাঈম হোসেন (২১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কমল হোসেন তার সঙ্গী পলাশকে সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে তুহিন হোসেনের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে দুই মোটর সাইকেলের চালক ও দুই আরোহী গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় কমলের মৃত্যু হয়। আহতদের মধ্যে পলাশ ও তুহিনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। নাঈমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। মোটর সাইকেল দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।