কয়লাচাপায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কয়লাচাপায় নিহতরা। ছবি: সংগৃহীত

কয়লাচাপায় নিহতরা। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাক উল্টে কয়লার চাপে নিহত ১৩ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নীলফামারীর জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এই লাশ হস্তান্তর করেন।

এ সময় তিনি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এক লাখ এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন বলে ঘোষণা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ আর্থিক সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আক্তারুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার (২৬ জানুয়ারি) সকালে নিহত ওই ১৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শোকে মূর্ছা যাচ্ছিলেন স্বজনরা।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এস এম কাজী অ্যান্ড কোং নামের ইটভাটায় কয়লার ট্রাকচাপায় ১৩ জন নিহত হন।