গাইবান্ধায় কোটি টাকা মূল্যের শিবমূর্তি উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত শিবমূর্তি/ ছবি: বার্তা২৪

উদ্ধারকৃত শিবমূর্তি/ ছবি: বার্তা২৪

গাইবান্ধায় প্রায় কোটি টাকা মূল্যের শিবমূর্তি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে (২২ জানুয়ারি) গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামের ছামাদ মিয়ার ছেলে আল আমিন মিয়া পার্শ্ববতী আলাই নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর তলধারে গিয়ে ওই মূর্তিটি দেখে বাড়িতে নিয়ে আসে।

আল আমিন মিয়া জানান, কুড়িয়ে পাওয়া মূর্তিটি বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান সাফায়েত হোসেন পাভেল বলেন, ওই মূর্তিটি আমাকে দেওয়ার পর পুলিশকে জানানো হয়। এরপর মঙ্গলবার দুপুরে মূর্তিটি থানায় নিয়ে যায় সদর পুলিশ।

গাইবান্ধার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত মূর্তিটির মূল্যে প্রায় কোটি টাকা হবে।