ভোটারের চেয়ে কর্মীদেরই কদর বেশি

  • তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনী সভায়  আওয়ামী লীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকার

নির্বাচনী সভায় আওয়ামী লীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোটারদের চেয়ে কদর বেড়েছে কর্মীদের। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা নিজ নিজ কর্মীবাহিনী নিয়ে মাঠঘাট ও হাট-বাজারে হাকিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। তারা সাধারণ ভোটারদের নিকট ভোট প্রার্থনা তেমন একটা না করলেও কর্মীদের মূল্যায়নে বেশি গুরুত্বারোপ করছেন। যেন কর্মীবাহিনীর বিশাল মহড়া প্রদর্শন করছেন।   

আগামী ২৭ জানুয়ারি গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণ, প্রার্থীদের প্রচার-প্রচারণার আর মাত্র তিন দিন বাকী। প্রার্থীদের নিভৃত পল্লী এলাকায় পদচারণা পরিলক্ষিত না হলেও হাট-বাজার ও রাস্তাঘাটে লিফলেট বিতরণসহ নানা ভাবে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। 

বিজ্ঞাপন

এ নির্বাচনের বিজয় ছিনিয়ে নিতে ইতোমধ্যে এ আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তুঙ্গে উঠেছে মহাজোটের তিন প্রার্থীর প্রচারণা। এরা হলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকারের নৌকা, জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদির মশাল মার্কার ব্যানার-পোস্টার শোভাবর্ধন করলেও অপর দুই প্রার্থী এনপিপির মিজানুর রহমান তিতুর আম ও স্বতন্ত্র  প্রার্থী আবু জাফর মো. জাহিদ (নিউ) এর সিংহ মার্কা ভোটারদের নজরেই পড়ছে না।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় রাজনৈতিক নেতা বলেন, এ আসনটি মহাজোট থেকে উন্মুক্ত করার ফলে একাধিক প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা। ফলে শরিক দলের প্রার্থীরা এখন একে অপরের প্রতিপক্ষ হয়ে ভোট প্রার্থনায় মাঠে ময়দানে ঘুরছেন।

সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া জানতে সাদুল্লাপুরের ভ্যান চালক ময়েন উদ্দিন ও পলাশবাড়ীর লাল মিয়া ফকির আক্ষেপের সহিত বলেন এই নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী হলেও আমাদের কপালে এক কাপ চা পর্যন্ত জুটছে না।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল মোতাবেক আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।