কাজির কারাদণ্ড, বর ও কনের অভিভাকের অর্থদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাল্য বিয়ে পণ্ড করে দিল ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তা২৪

বাল্য বিয়ে পণ্ড করে দিল ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তা২৪

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে আনোয়ার হোসেন নামে এক কাজীকে একবছর কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও মেয়ের বাবাকে ২০ হাজার, মেয়ের চাচাকে ১০ হাজার ও ছেলের চাচাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলের দিকে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করে।

এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবে না বলে মেয়ের মা মুচলেকাও প্রদান করেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548164388830.gif

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া জানান, মঙ্গলবার বিকেলের দিকে গোপন সংবাদ পাওয়া যায় ভেড়ামারা উপজেলার পাম্প হাউস পাড়ার মডেল পাড়া এলাকার নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে।

এর ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ পড়ানোর অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মতে কাজী মোঃ আনোয়ার হোসেনকে এক বছরের কারাদণ্ড ও মেয়ের বাবাকে ২০ হাজার, মেয়ের চাচাকে ১০ হাজার ও ছেলের চাচাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাল্যবিবাহ নির্মূলে ভেড়ামারা উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ তাই এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।