বার্তা২৪.কম-এ সংবাদ প্রকাশের পর ভাঙা হলো ঝুঁকিপূর্ণ দেয়াল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভাঙ্গা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেই দেয়ালটি, ছবি: বার্তা২৪

ভাঙ্গা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেই দেয়ালটি, ছবি: বার্তা২৪

মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমে সংবাদ প্রকাশের পর অবশেষে ভাঙা হলো নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেই ঝুঁকিপূর্ণ দেয়ালটি।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ঝুঁকিপূর্ণ ওই দেয়াল ভাঙার কাজ শুরু করে।

বিজ্ঞাপন

দেয়ালটি সম্পূর্ণ ভেঙে ফেলার পরে সেখানে পরবর্তীতে নতুন করে দেয়াল নির্মাণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/21/1548080276126.gif

ফাটল ধরা ও হেলেপড়া ওই দেয়ালটি রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের ওপর খুঁটি দিয়ে রাখে। এতে ওই সড়ক দিয়ে যানবাহনসহ পথচারীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছিলেন।

এ নিয়ে গত ১৫ জানুয়ারি বার্তা২৪.কমে সড়কে খুঁটি দিয়ে দেয়াল রক্ষার চেষ্টা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আর সংবাদ প্রকাশের পরই টনক নড়ে কর্তৃপক্ষের।