প্রতিবন্ধীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদান করছে সরকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা-প্রদান করছে সরকার। প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে সরকার দেশে প্রতিবন্ধী ভাতা চালু করেছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)-এর আয়োজনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিডেটের সহায়তায় শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মতিন এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাময়া ওয়াজেদ পুতুলের অবদানের কথা তুলে ধরেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন সরকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, উপজেলা পরিষদ মহিলা-ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনর্চাজ হিপজুর আলম মুন্সি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিডেট পলাশবাড়ী শাখার ম্যানেজার হাসান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)-এর পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল ছাড়াও নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।