ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি অস্ত্র ও ইয়াবাসহ আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মো. লুৎফর রহমান, ছবি: সংগৃহীত

মো. লুৎফর রহমান, ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান মোল্যাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। আটক লুৎফর উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ধরা পরে এই ছাত্রলীগ নেতা।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, ইয়াবার বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে সোমবার রাত ৯টার দিকে ভাঙ্গা বাজারের চালপট্টি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় লুৎফরকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা নেই তাদের, তারা ঘটনাস্থল থেকে ইয়াবা পাচারকারী হিসেবে তাকে হাতেনাতে আটক করেছেন।

এই ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।