জামিন নিতে এসে কারাগারে ১৮ নেতাকর্মী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: বার্তা২৪.কম

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: বার্তা২৪.কম

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসলে গাংনী উপজেলার বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষ হলে সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে তারা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে। তবে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মহা. গাজী রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেয়াসহ নাশকতার মামলায় আসামিরা উচ্চ আদালত হতে জামিনে ছিলেন।