চেয়ারম্যান বাড়ি থেকে বৌদ্ধ মূর্তির অংশবিশেষ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত মূর্তি, ছবি: সংগৃহীত

উদ্ধারকৃত মূর্তি, ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে প্রাচীন বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জানুয়ারি)গভীর রাতে ১১ শতকের প্রাচীন একটি বৌদ্ধ মূর্তির মাথা উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৩ জানুয়ারি) ডোমার থানায় এক সংবাদ সম্মেলনে ডোমার-ডিমলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল জানান' গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিল খননের সময় স্থানীয় এক কিশোর পাথরের এই বৌদ্ধ মাথাটি খুঁজে পায়। ঘটনা দ্রুত জানাজানি হলে কিশোরের কাছ থেকে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ফরহাদ এটি হাতিয়ে নেয়।

মূর্তি পাওয়ার খবর পেয়ে পরদিন শনিবার বিকাল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে পাথরের তৈরি বৌদ্ধ মাথাটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

তাৎক্ষনিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সীমা হক ছবি দেখে উদ্ধার হওয়া মূর্তিটি ১১ শতকের বজ্রযানী ধর্মমতের অবলোকিতেশ্বর বৌদ্ধ প্রতিমা বলে সংবাদ সম্মেলনে জানান জয়ব্রত পাল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, '৬ জুন চামুয়ার বিল খনন শুরু হয়। তবে মূর্তি উদ্ধারের পর কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।'

সম্মেলনে উপস্থিত ছিলেন ডোমার থানার ওসি মোকছেদ আলী ও ওসি তদন্ত বিশ্বদেব রায়।