যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নেত্রকোনায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে যায়/ ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে যায়/ ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা-মদন সড়কের লক্ষীগঞ্জ নসিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ নিহত হওয়ার খবর না পাওয়া গেলেও দুজন শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে নেত্রকোনার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

আহতদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ওই বাসটি মদন উপজেলা থেকে ছেড়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বাসটি নেত্রকোনা-মদন সড়কের লক্ষীগঞ্জ নসিবপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের থাকা একটি সীমানা দেয়ালের সাথে ধাক্কা লেগে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।