নেত্রকোনা মেডিকেল কলেজের যাত্রা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা / ছবি: বার্তা২৪

নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা / ছবি: বার্তা২৪

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সদ্য প্রতিষ্ঠিত নেত্রকোনা মেডিকেল কলেজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে (অস্থায়ী কার্যালয়ে) মেডিকেল কলেজের উদ্যোগে প্রথম ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কেএম সাদিকুল আজমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন- ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ বিভাগের (স্বাস্থ্য) পরিচালক ডা. আব্দুল গণি, জেলা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, পৌর মেয়র নজরুল ইমলাম খানসহ প্রমুখ।

এ সময় মেডিকেল কলেজের নিযুক্ত শিক্ষক ও জেলায় কর্মরত সকল চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।