গাইবান্ধায় সত্যেন সেনের মৃত্যুবার্ষিকী পালিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী সত্যেন সেনের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, সহ সাধারণ সম্পাদক শিরিন আকতার, সদস্য সজীব চাকী পলাশ ও অশোক সাহা প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় আলোচকরা বলেন, সত্যেন সেনের সাহিত্যকর্ম আজও সমান ভাবে প্রাসঙ্গিক, সত্যেন সেন মানবমুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে উদীচী গড়ে তুলেছিলেন, ৫০ বছর পর আজ উদীচী তিন শতাধিক শাখা নিয়ে প্রতিষ্ঠিত।