‘সরকারের সুফল জনগণের দোরগোড়ায়’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মী সমাবেশে নৌকার প্রার্থী ডা. ইউনুস আলী সরকারসহ অন্যরা / ছবি: বার্তা২৪

কর্মী সমাবেশে নৌকার প্রার্থী ডা. ইউনুস আলী সরকারসহ অন্যরা / ছবি: বার্তা২৪

পুনঃতফসিল ঘোষিত গাইবান্ধা-৩ আসনের নৌকার প্রার্থী ডা. ইউনুস আলী সরকার বলেছেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। সাধারণ মানুষ এখন নৌকা মুখী হয়ে পড়ায় পরাজিত অপশক্তি আমাদের নামে নানা মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। এ অপশক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীর মেরীরহাট স্কয়ার কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুল মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজনুর রহমান ময়নুল মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহসভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবলু মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে এ আসনের ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের একাদশ সংসদ নির্বাচন স্থগিত করেন ইসি। পরে উক্ত আসনে পুনঃতফসিল ঘোষণা করা হয়। পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হয় ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।