গাইবান্ধায় নির্বাচনকালীন করণীয় শীর্ষক ব্রিফিং

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার ৪টি আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/28/1545997125893.jpg

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, ভোট চলাকালীন সময়ে কোনো গোষ্ঠী যেনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে কঠোর নজদারি রাখতে হবে এবং তা কঠোর হস্তে দমন করতে হবে। সাধারণ ভোটাররা যেনো অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোট পুর্ব এবং পরবর্তী সময়ে সহিংসতা বা নাশকতা মূলক ঘটনা কেউ যেনো না করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতি আহবান জানান তিনি।