ড. কামালের বক্তব্য অত্যন্ত দুঃখজনক: হানিফ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহবুব উল আলম হানিফ/ছবি: বার্তা২৪

মাহবুব উল আলম হানিফ/ছবি: বার্তা২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ড. কামাল হোসেন পুলিশ বাহিনীকে জানোয়ারের সঙ্গে তুলনা করেছেন যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। একটি প্রতিষ্ঠিত বাহিনীকে নিয়ে তিনি এমন কথা বলতে পারেন না। এজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ড. কামালের এই বক্তব্য প্রত্যাহার করা উচিৎ।

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা, পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে জানিয়ে হানিফ বলেন, ‘ড. কামাল হোসেন যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য পুলিশকে নিয়ে লজ্জাজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।’

টাকা নিয়ে মিয়া নুরুদ্দিন অপুর গ্রেফতার হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সে (অপু) তারেক রহমানের এপিএস ছিল। তার কাছে থেকে তথ্য পাওয়া গেছে যে বাংলাদেশে দেড়শ কোটি টাকা ঢুকেছে। লন্ডন ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন বানচাল করতে সন্ত্রাসীরা নাশকতামূলক কর্মকাণ্ড করতে এ টাকা বিদেশ থেকে পাঠানো হয়েছে।’

গণসংযোগকালে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চান হানিফ। এসময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।