নিখোঁজের পর স্কুলছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত দিপু সরকারের ক্ষত-বিক্ষত লাশ, ছবি: বার্তা২৪

নিহত দিপু সরকারের ক্ষত-বিক্ষত লাশ, ছবি: বার্তা২৪

নিখোঁজের চার ঘণ্টা পর নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার স্কুলছাত্র দীপু সরকারের (১৫) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, চোখ উপড়ে ফেলাসহ লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে খালিয়াজুরী উপজেলার কাদিরপুর কালীগাছ কান্দার এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই গোবিন্দ সরকার (৩২) নামের এক কৃষককে আটক করে পুলিশ।

আটক গোবিন্দ সরকার কাদিরপুর গ্রামের বাসিন্দা। স্কুলছাত্র দীপু সরকার খালিয়াজুরী উপজেলার কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে। সে খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

দীপু সরকারের পিতা মন্টু সরকার জানান, মঙ্গলবার রাত ৮ টার পর থেকে দীপু নিখোঁজ হয়। তাকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১২টার দিকে ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ পাওয়া যায় ধানক্ষেতে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

খালিয়াজুরী থানার ওসি হযরত আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।